সাজ্জাদ হোসেন শাহ্ : তাহিরপুরে গোপন বৈঠকে নাশকতা করার পরিকল্পনাা অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাজিদুল হক, সদস্য কামাল পাশা, নবাব মিয়া, শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক এমদাদুল হুদা। এর মধ্যে একজন নিয়মিত মামলার আসামী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪০ জনের নামোল্লেখসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, বিএনপির ৪০ তম প্রতিষ্টা বার্ষিকীকে সামনে রেখে শুক্রবার রাত সাড়ে নটায় তাহিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ের পিছনের কক্ষে নাশকতা করার গোপন বৈঠককালে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আসাদুজ্জামান হাওলাদারের নেতৃত্বে ও এসআই মুহিত মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় পুলিশ তাদের গ্রেফতার করে। এঘটনায় তাহিরপুর উপজেলা বিএনপিসহ ৭ইউপির বিএনপি নেতা কর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এমনকি অনেকেই গ্রেফতার এড়াতে গাঁ ডাকা দিয়েছেন ইতোমধ্যে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি জানিয়েছেন, থানার এসআই মুহিত মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ৭জনকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাজিদুল হক, সদস্য কামাল পাশা, নবাব মিয়া, শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক এমদাদুল হুদাসহ ৪০জনের নাম উল্লেখ্যকরে অজ্ঞাত আরো ২০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।