1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শাল্লায় ভাসমান বীজতলার চারা বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০.৪৯ এএম
  • ৬৬৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব,শাল্লা থেকেঃ
আপদ কালীন সময়ে বিশেষ করে বন‍্যা আক্রান্ত এলাকায় যেখানে বীজতলা করার জন্য স্থান/মাঠ পাওয়া যায় না সেখানে ধানের চারা উৎপাদনে ভাসমান বীজ তলা (এ প্রযুক্তি) খুবই কার্যকরী। কৃষকরা এই প্রযুক্তি গ্রহণ করলে উপকৃত হবেন।
৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শাল্লা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ভাসমান বীজ তলার চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বশির আহমদ সরকার ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডিএই ড.,হযরত আলী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক।
এছাড়া অনুষ্ঠানে মনিটরিং কর্মকর্তা খাদ্য অধিদপ্তর ঢাকা- সাইদুর রহমান , আব্দূস সামাদ, এইও জামালগঞ্জ সহ শাল্লা উপজেলার সকল এস এএও ,এসএপি পিও, এবং উপজেলার ২০জন চাষী উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের উদ্যোগে এ বছর শাল্লা উপজেলার ৪টি ভাসমান বেডে আমন ধান বিআর২২ জাতের বীজ উৎপাদন করা হয়।দ বলে জানান তিনি।
কৃষকরা এ নতুন প্রযুক্তি গ্রহনে উদ‍্যোগী ভবিষ্যতে এ প্রযুক্তি খুবই সম্প্রসারণ হবে বলে মনে করেন কৃষিবিদরা।
উপ-পরিচালক আরও বলেন, এখানে বোর ধান প্রধান ফসল, আমন ধান এখানে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে আবাদ হয়। আমন ধানের আবাদ ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে।
তাছাড়া-পতিত জমিতে পানি সাশ্রয়ী ফসল ভুট্টা,গম, সরিষা, চাষ করার জন্য পরামর্শ দেন তিনি।
পার্চিং ,সারিতে ধানের চারা রোপণ , সুষম মাত্রায় সার ও কীটনাশক ব্যবহারে পরামর্শ দেন কৃষিবিদরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!