দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলায় ভিজিডি’র চাল কেলেঙ্কারির ঘটনায় জেলা প্রশাসন কর্তক গঠিত তদন্ত কমিটি ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সের গোদাম ঘর পরিদর্শন করেছে। স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক মো. এমরান হোসেনের নের্তৃত্বে ৩ সদস্য বিশিষ্ট্য কমিটি মঙ্গলবার দুপুর ১২টায় এ পরিদর্শন করেন। পরিদর্শন কমিটির অন্যান্য সদস্যরা হলেন মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তাক।
এসময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল হক বেগ, সাবেক ওয়ার্ড সদস্য শফিক মিয়া, মাস্টার মছদ্দর আলী, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ সুমন, স্থানীয় সুলতান মিয়া, রূপ মিয়া ও লীলু মিয়া প্রমুখ।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, খাদ্য গোদাম থেকে ৩০ কেজি ওজনের চালের বস্তা আসলেও তদন্ত কমিটি ইউনিয়ন পরিষদের গোদামে ৫০ কেজি ওজনের বস্তা পান। পরে তারা এসব বস্তাই পরীক্ষা নিরীক্ষা করেন। স্থানীয় সুবীধাভোগী সাধারণ মানুষদের সাথেও তারা কথা কথা বলেন। তবে তারা সন্তোষ প্রকাশ করেননি বলে জানিয়েছে একাধিক সূত্র। তদন্ত কমিটির প্রধান ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেনকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেন।
তবে, তদন্তের ব্যপারে মুখ খোলতে রাজি নন তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক মো. এমরান হোসেন। তিনি বলেন, ‘তদন্ত চলছে। আরো চলবে। আমরা স্থানীয় উপকারভোগীসহ অন্যান্য লোকদের সাথে কথা বলেছি। খাদ্য গোদামে যাবো। আরো তদন্ত বাকী। এই মূহুর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।’