দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এস আই সহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মোঃ জিয়াউর রহমান (৩৮) তাহার স্ত্রী ও ছেলে রাহাত (০৫)। মোটর সাইকেল আরোহী উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের সখলুছ খানের ছেলে জিবিল খাঁন (২৪) ও একই গ্রামের মৃত লোকমান খাঁনের ছেলে রুহান খাঁন (১৮)।
প্রত্যেক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টায় এস আই জিয়াউর রহমান বাহিরে পাগলা বাজার এলাকায় ডিউটিরত অবস্থায় থাকাকালীন সময়ে তাহার ছেলে পাগলা বাজার কেজি স্কুলে পড়ুয়া রাহাতের স্কুল ছুটি হলে তাকে শান্তিগঞ্জস্থ বাসায় নিয়ে আসার জন্য মোটর সাইকেলযোগে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের সামনে আসামাত্র শান্তিগঞ্জ থেকে ছেড়ে আসা নাম্বার হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী জিবিল খাঁন দ্রুত গতিতে সিএনজি ওভারটেক করে রং সাইডে গিয়ে এস আই জিয়াউর রহমানের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলেই জিয়াউর রহমানের মাথার হেলমেট ভেঙ্গে নাকের গোড়ালী ভেঙ্গে যায় ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। এ সময় তার সাথে থাকা ছেলে ও স্ত্রী আহত হন এবং অপর দুই মোটর সাইকেল আরোহী ও আহত হন। গুরুতর আহত অবস্থায় এস আই জিয়াউর রহমান, জিবিল খাঁন ও রুহান খাঁনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জিয়াউর রহমানের স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।