দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লা খান। বুধবার সন্ধায় প্রেসক্লাবের সামনে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যডভোকেট সোহেল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আসাদ উল্লা, মতিউর রহমান মতি, শাহজাহান সরদার, পৌরসভার প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সোয়েল চৌধুরী, মফিজুর রহমান জুয়েল, পঙ্কজ পুরকায়স্থ, সুব্রত চৌধুরী, প্রভাষক দেবাশীষ রায় রিঙ্কু, যুবলীগ নেতা লালন মিয়া, সারোয়ার আহমদ, কামরুল হক, রুবেল সরদার, রাহাত মিয়া রাহাত, আক্কাস মিয়া, জুয়েল মিয়া, মোহন চৌধুরী, ছাত্রলীগ নেতা সায়েল চৌধুরী, উজ্জল চৌধুরী প্রমুখ। মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, মাদককে এদেশ থেকে সম্পুর্ণরূপে নির্মূল করা হবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা। এজন্য ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা প্রয়োজন। আপনারা স্থানীয় মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করবেন।