দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় দক্ষিণ সুনাগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের কান্দাগাঁও পয়েন্টে আফসার ট্রেডার্সে ১০ টাকা কেজিতে চাউল বিতরণ শুরু করা হয়েছে । রবিবার সকাল ১০ টায় অত্র ইউনিয়নের ধনপুর,আমড়িয়া,কান্দাগাঁও,রামেশ্বরপুর,কিদিরপুর,ঢালাগাঁও,কুতুবপুর,কাঠইল্লা,আক্তাপাড়া,
তলেরবন্দ,লালুখালী,ও চানপুর গ্রামের ৪৯৫ জন হতদরিদ্র কার্ডধারীদের মাঝে প্রতি জনে ৩০ কেজি করে ১০ টাকা ধরে চাউল বিতরণ করেন ডিলার সাকির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা ডিকেসিআর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান,সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, শিমুলবাঁক ইউনিয়নের ০১ নং ওয়ার্ড সদস্য মুজাহিদ আলী, ০৩ নং ওয়ার্ড সদস্য লাল মিয়া,গন্যমান্য ব্যক্তি আনজব আলী,ইসলাম উদ্দিন,জামাল উদ্দিন প্রমুখ।