স্টাফ রিপোর্টার::
খালেদা জিয়ার কারামুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। সোমবার সকালে পুরাতন বাসষ্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তিয়ে তার উন্নত চিকিৎসার দাবি জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আছপিয়া, অ্যাড.মল্লিক মঈন উদ্দিন সোহেল, বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি,নাদির আহমেদ, আকবর আলী, সেলিম উদ্দিন আহমদ, অ্যাড.শেরেনুর আলী, আবুল কালাম, যুগ্ম সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল্লাহ হাসান জুনেদ, কৃষক দলের সভাপতি আতম মিছবাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা ফুল মিয়া, যুবদল সভাপতি আবুল মনসুর শওকত, সাধারন সম্পাদক এড.মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সম্পাদক তোফাজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, ছাত্রদল নেতা শাহ ফরহাদ প্রমুখ।