স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তিনটি উপজেলায় কম্পিউটার দোকানের মাধ্যমে পর্ণোগ্রাফি ছড়ানো হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে ১৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের টাউন হল মার্কেটসহ বিভিন্ন মার্কেট থেকে কম্পিউটারসহ ১২ জনকে, তাহিরপুরে ৩ জনকে এবং দক্ষিণ সুনামগঞ্জে ১ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের ভাষ্যে কম্পিউটার ব্যবসার আড়ালে ব্যবসায়ীরা পর্নোগ্রাফি ডাউনলোড ব্যবসা চালচ্ছ। তবে ব্যবসায়ীরা পুলিশের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ কম্পিউটারসহ অভিযুক্তদের আটক করে।
সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার-টাউনহল মার্কেট, হাসন নগরর, বড়পাড়া, ওয়েজখালী, মোহাম্মদপুর, এলাকা থেকে ১২জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো তেঘরিয়া -লম্বাহাটি এলাকার মৃত এরশাদ আলীর ছেলে অলিউর রহমান (২৪), আরপিন নগরের মৃত ফুল মিয়ার ছেলে পারভেজ আহমদ(২০), একই এলাকার গোলাম মোস্তফার ছেলে আলতাফ হোসেন (২০), ষোলঘর এলাকার নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৪), বড়পাড়া এলাকার লীল মিয়ার ছেলে মনসুর আলী (২০), একই এলাকার আতাউর রহমানের ছেলে হুমায়ুন কবির (২০), ওয়েজখালী এলাকার মৃত তারা মিয়ার ছেলে দুলাল আহমদ (২৪), আবুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৪), মাইজবাড়ি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে শাহ আলম (২২), ষোলঘর এলাকার চান মিয়ার ছেলে নূর উদ্দিন (২৬),হাছননগর এলাকারআব্দুল জলিলের ছেলে সাইফুল ইসলাম(২০) ও নতুন হাসন নগর এলাকার মৃত ছওয়াব আলীর ছেলে খলিলুর রহমান (৩৪)।
এ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আমিনুল ইসলাম।
এদিকে তাহিরপুরে বৃহষ্পতিবার রাত সাড়ে নয়টার সময় তাহিরপুর থানার এস আই আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়ে তাহিরপুর সদর বাজারে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে পর্নোগ্রাফির অভিযোগে কম্পিউটারসহ ৩টি মনিটর, ৩টি সিপিইউ, ৪টি হার্ডডিক্সসহ বাজারের ৩জন কে আটক করে। আটককৃতরা হল, উপজেলা সদর ইউনিয়নের সূর্যেরগাঁও গ্রামের রনজিত সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার (২৮),একেই গ্রামের নচীন তালুকদারের ছেলে মাধব তালুকদার (২১) ও রতনশ্রী গ্রামের হেদায়েতুল আখঞ্জির ছেলে উজ্জল আখঞ্জি (২৬)।