আরিফ বাদশাঃ
বৃহষ্পতিবার দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার ৪নং সাচনাবাজার ইউনিয়নের অসচ্ছল দরিদ্র, বিধবা ও প্রতিবন্ধীদদের মধ্যে বার্ষিক ভাতা প্রদান করা হয়েছে। সাচনাবাজার উচ্চ বিদ্যালয় থেকে সকাল ১০ ঘটিকায় ভাতা প্রদান শুরু হয়। চলে দিন ব্যাপী। ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২শতাধিক ব্যক্তি এই ভাতা পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
প্রত্যেকেই ৬০০০ হাজার টকা করে বার্ষিক ভাতা পেয়েছেন। ভাতাপ্রাপ্ত অসচ্ছল মানুষদের চোখে মুখে খুসির ঝিলিক লক্ষ্য করা গেছে।