দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের খেলা কাবাডি (হা ডু ডু) খেলার মাধ্যমে গ্রামীণ সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে আয়োজন করা হয় কাবাডি খেলার দাওয়াতী উৎসব। এতে উপজেলা থেকে ২৫টি কাবাডি দলের খেলায়াড়রা অংশ নেন। দেশের জাতীর খেলাকে টিকিয়ে রাখতে ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলায় আগ্রহী করে তুলার পাশাপাশি আশপাশের গ্রামের সাথে সৌহার্দ্য বাড়াতে প্রতিবছর এমন দাওয়াতী উৎসবের মাধম্যে কাবাডি খেলার প্রতিযোগীতার আয়োজন করা হয়ে থাকে। গ্রামবাংলার প্রাচীনতম ঐহিত্যা কাবাডি খেলা দেশের জাতীয় খেলা হলেও এখন অনেকটাই কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে। এমন আয়োজন সচরাচর দেখা যায়না। তাই দিনব্যাপী উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের মাদ্রাসার পুর্বের মাঠে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ২৬টি কাবাডি দল এ উৎসবে অংশগ্রহণে উৎসবরে রূপ নেয় আয়োজন।
এলাকাবাসিরা জানান, এ খেলার ঐহিত্য ধরে রাখতে প্রতিবছর তাদের গ্রামে এ উৎসব করা হবে। তাদের বংশ পরমপরায় তাদের পূর্বপুরুষদের রীতি ধরে রাখতেই মূলত এ খেলার আয়োজন করে থাকেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় জয়কলস মাদ্রাসার পুর্বের মাঠে ,জয়কলস গ্রামবাসীর আয়োজনে সুনামগঞ্জ জজ কোর্টের এডভোকেট মোঃ বশির উদ্দীনের সভাপতিত্বে, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মোঃ আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর পূর্ব ও সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ অফিস প্রধান কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক মোঃ মনিরুজ্জামান, ডাঃ হরি চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, মাওঃ ফখর উদ্দীন, কদাবস, রমজান আলী, আকবর আলী, তৈয়ব আলী, মহির উদ্দীন, নুর উদ্দীন, নুরাই মিয়া, আনোয়ার আলী, আব্দুল হামিদ, শহীদ মিয়া, আমীন উদ্দীন, ফয়জুল হক সহ বিভিন্ন এলাকা থেকে আগত খেলা প্রেমী বৃন্দ ।