দিরাই প্রতিনিধি:
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ দিরাই উপজেলা শাখা দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দিরাই- শাল্লা আসনে জাতীয় সংসদে মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম সম্পাদক ও বিশিষ্ঠ অভিনেতা নাদের চেšধুরী। প্রধান অতিথির বক্তব্যে নাদের চেšধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির লালন কারীদের চক্রের চির বিদায়ের নির্বাচন। তিনি বলেন, চৌদ্দদলীয় মহাজোটের প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশ উন্নয়ের জোয়ারে ভাসছে কিন্তু দিরাইয়ের রাস্তাঘাটের চিত্র দেখে আমি হতাশ, ৩০ মিনিটের পথ ২ ঘন্টায় আসতে হয়েছে, তা খুবই দু:খ জনক, আসন্ন নির্বাচনের আগেই মহাজোট সরকারের সভায় তা সংস্কারের দাবী তুলবেন বলে তিনি জানান। স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামায়াত এখনো ষড়যন্ত্রের পথ খোঁজছে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নাদের চেšধুরী বলেন, কতিপয় নেতাদের দুর্নীতি ও দলবাজির কারনে মহাজোট সরকারের উন্নয়ন যাতে বাধাগ্রস্থ না হয়, জাসদ এর প্রতিবাদ করে যাবে। দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে যাতে বিএনপি সুযোগ না নিতে পারে সে দিকে জাসদ নেতাকর্মীদের লক্ষ্য রাখতে হবে। সম্মেলনে অন্যান্যদের মধে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা মোহাম্মদ আনোয়ারুল হক, সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চেšধুরী, সহ সভাপতি একেএম ওয়াহিদুল ইসলাম কবির, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন তুহিন, সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চেšধুরী, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মোত্তালেব, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আজাদ প্রমুখ।