স্টাফ রিপোর্টার::
শহরতলির মল্লিকপুর এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ সিংহ এই জরিমানা করেন।
জানা গেছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিনে সুরমা নদী থেকে মাটি উত্তোলন করছিলেন সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে মল্লিকপুর এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে তার মেশিন জব্দ করে। পরে তাকে ডেকে এনে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রদীপ সিংহ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কাজী শামছুল হুদা সোহেল, এসআই আলমগীর, সার্ভেয়ার আতিকুর রহমান প্রমুখ।
জানা গেছে এই ড্রেজারের প্রকৃত মালিক সুনামগঞ্জের এক বিশিষ্ট ব্যক্তি। যিনি জেলার ড্রেজার সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত।