স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে স্থানীয় দুস্থ মুক্তিযোদ্ধাদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিন পালনসহ তাদেরকে নতুন পাঞ্জাবী ও লুঙ্গি উপহার দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। জন্মিদে উপস্থিত মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জন্মদিন অনুষ্ঠান পালন করে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সুনামগঞ্জ শহরের দুস্থ মুক্তিযোদ্ধা সুজাত মিয়া ও মো. নূরুল ইসলামকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। এসময় স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে দুই দুস্থ মুক্তিযোদ্ধাকে নতুন পাঞ্জাবী ও লুঙ্গি উপহার দেয়া হয়।
এদিকে সংগঠনটি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করে। আনন্দ র্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে আলোচনাসভার মাধ্যমে শেষ হয়। জন্মদিন পালনের অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাকিল আহমদ, মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, মখলিছ রহমান, শিবলু আহমেদ চৌধুরী প্রমুখ।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, আমাদের সাহস, সংকল্প, সংগ্রাম, প্রেরণার অগ্নিনাম বঙ্গবন্ধু কন্যা ও মানবদরদী বিশ্বনেত্রী শেখ হাসিনা। আমাদের নেত্রীর জন্মদিন পালন উপলক্ষে আমরা দুস্থ মুক্তিযোদ্ধাদের নিয়ে জন্মদিনের কেক কেটেছি। পরে দুই মুক্তিযোদ্ধাকে নতুন পাঞ্জাবী ও লুঙ্গি দেওয়া হয়েছে। তারা জন্মদিনের কেক কেটে আনন্দ করার পাশাপাশি নেত্রীর জন্য প্রাণভরে দোয়া করেছেন। বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু কামনা করেছেন। আমরা সবাই পরে আনন্দ র্যালি করে জন্মদিন উদযাপন করেছি।