সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জামালগঞ্জ শাখার ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কেন্দ্রীয় মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এ কমিটিতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানকে সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. জামিল আহমদ জুয়েলকে সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি হাবিবুর রহমানকে কোষাধক্ষ্য মনোনিত করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। এতে সাবেক সাধারন সম্পাদক জামির আহমদ জুয়েলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান।এদিকে সভা শেষে নবগঠিত কমিটি পরিচিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কমিটিতে সম্মানিত সদস্য পদে যারা আছেন- উপজেলা শ্ক্ষিা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা
প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুলা আল মামুন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পংকজ পাল চৌধুরী, শম্ভু আর্চায্য, প্রধান শিক্ষক বিধান ভ’ষন চক্রবর্তী, সাংবাদিক আকবর হোসেন, প্রভাষক শামীম আরা শিমু, নারী নেত্রী শেখ আয়েশা খনম প্রমূখ।