স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশ্ব জলাতাংক দিবস পালিত হয়েছে। এ উপলেক্ষ্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রানী সম্পদ কার্য্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (২৯সেপ্টেম্ভর) সকাল সাড়ে দশটায় র্যালি অনুষ্টিত হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভায় আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা,মেডিকেল অফিসার ডাঃ মির্জা রিয়াদ হাসান,মিতুন জয়,সুমন,উপ-সহাকারী কমিউনিটি অফিসার বেলায়েত হোসেন রুমি,শাহানুর হোসেন জুমন,মহি উদ্দিন বিপ্লব,সিনিয়ির নার্স মমতাজ বেগম,এনসি গাগরা বর্না,রাবেয়া বেগম,আজরফ হোসেন, উপজেলা প্রানী সম্পদ সহকারী জাহাঙ্গীর আলম,কেয়ার বাংলাদেশ এর শেখর রায়,জমির উদ্দিন,রামচরন,শফর আলী,বোরহান উদ্দিন,রেন্টু,নাইম প্রমুখ।