হাবিবুর রহমান হাবিব::
আমরা বঙ্গবন্ধুর পরিবার, আমরা শেখ হাসিনার পরিবার, আমরা সবাই আওয়ামী লীগ পরিবারের লোক। তাই এখন থেকে সব দ্বিধাদ্বন্ধ ভুলে আমাদের কাজ করতে হবে। জয়া সেনগুপ্তা বলেন, আমাদের আওয়ামী পরিবার অনেক বড়। তাই স্বাভাবিক কিছু মনোমালিন্য থাকতে পারে। এসব ভুলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে সেরা উপহার দিতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে নৌকা যেন আবারও বিজয়ী হতে পারে সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
২৯ সেপ্টেম্বর শনিবার শাল্লা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নওশের মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জয়া সেনগুপ্তা।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি পুত্র সৌমেন সেনগুপ্ত।
সভায় স্বাগতিক বক্তব্য রাখেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কালাই মিয়া,শাল্লা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, হবিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, আট গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গণি মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিযুষ কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক নরেশ চন্দ্র অধিকারী, হবিব পুর ইউনিয়ন পরিষদের সদস্য এলাছ মিয়া, আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এমদাদুল হক, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য চন্দ্র নাথ দাস, আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
বর্ধিতসভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।