মোঃ নুরুল হক ::
‘সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৮ উপলক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি সৈয়দা শমসাদ বেগম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি তদন্ত আতিকুর রহমান, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, এস আই আব্দুল মান্নান, যুব উন্নয়ন সহকারী শওকতুজ্জামান প্রমুখ।