স্টাফ রিপোর্টার ::
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এই প্রতিপাদ্যে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার প্রচারণা অংশ হিসেবে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগের ভারপ্রাপ্ত সদস্য মো. দিলোয়ার বখত। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকারের উপ-পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ প্রমুখ।
এসময় র্যালিটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।