শিশুদের স্কুল ড্রেস কেন পড়ানো হয়?
মনে হয় অনেক অভিবাবক এর উত্তর জানেন না। স্কুল ড্রেসের মূল উদ্দেশ্যই হলো আর দশটি ছাত্র-ছাত্রী থেকে আপনার সন্তানটি কোনভাবেই যেনো নিজেকে আলাদা না ভাবে, নিজেকে ছোট কিংবা বড় চিন্তা না করে, ন্যায় ও সতত অধিকারের প্রশ্নে অভিন্ন চিন্তা যেনো আপনার সন্তানের মাথায় সবার আগে আসে,সেই আদর্শিক পথের একটি নিশানা সৃষ্টির প্রয়াস থেকেই স্কুল ড্রেস নির্ধারণ করা হয়।
আপনার সন্তানের স্কুল ড্রেসে যদি আপনি ডুকে যান, আপনার সামাজিক অবস্থান, পোস্ট-পদবী কিংবা আপনার পাহাড় সমান অর্থ-বিত্তের অহংকার ডুকে পরে বা ডুকিয়ে দেয়া হয়, আপনার প্রিয় সন্তানটি ধীরেধীরে কিন্তু ছাত্রত্বের এই মহান সত্ত্বা হারাতে থাকে। সময়ান্তরে এক সময় হয়তো তার ভাগ্যে বড় বড় সনদও জুটে। তবে সেই সনদ থেকে আদর্শিক আলোর মহান দ্যূতি কখনও ছড়ায় না।
একজন সংক্ষুব্ধ অভিভাবক আজ জানালো যে তার সন্তান খুব ভোরে উঠে স্কুলের প্রস্তুতি নিয়ে স্কুলে যায়। সুযোগ পেলেই ফার্স্ট বেঞ্চিতে সে বসে। তবে কয়েকদিন যাবৎ সে সবার আগে স্কুলে গিয়েও ফার্স্ট বেঞ্চিতে বসতে পারছে না। ঐ জায়গা নাকি স্কুল কর্তৃপক্ষ একজন বিশিষ্ট্য মানুষের সন্তানের জন্য নির্ধারণ করতে বাধ্য হয়েছে। বিষয়টি কিন্তু বিশিষ্ট্য ব্যাক্তির অতি আদরের সন্তানের জন্য আমার কাছে মোটেও শুভ বলে মনে হচ্ছে না।