হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায়, “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” শীর্ষক শ্লোগান কে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪ অক্টোবর বৃহস্পতিবার (৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত) উন্নয়ন মেলা ২০১৮ শুরু হয়েছে। মেলা উপলক্ষে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে উপজেলা গণমিলনায়তনে মনজুর আলম রেভিনিউ ডেপুটি কালেক্টর মনজুর আলমের সভাপতিত্বে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, শাল্লা উপজেলা প্রকৌশলী মাহমুদুর রহমান, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, ওসি তদন্ত মোঃ জাহিরুল ইসলাম, বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান এছায়াও সরকারি, বেসরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় প্রমুখ সুধী জন উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্য সুনামগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর মনজুর আলম বলেন- জাতীয় মেগা উন্নয়ন প্রকল্প সমুহের পাশাপাশি দাপ্তরিক সেবা প্রদানের ক্ষেত্রে সার্বিক উন্নয়ন কার্যক্রম দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেয়াই উন্নয়ন মেলার মূল লক্ষ্য।