স্টাফ রিপোর্টার::
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার করা হবে, তবে সব কেন্দ্রে এটা ব্যবহার করা হবে না। আমরা এর ব্যবহার সীমিত আকারে শুরু করতে চাই। যেখানে নির্ভুল হবে সেখানে ব্যবহার করা হবে। কোন ত্রুটি পরীলক্ষিত হলে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যারা নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তার এসে এর ব্যবহার দেখুক। আমার বিশ্বাস এতে তারা আশ্বস্ত হবেন। ইভিএম নিয়ে সন্দেহজনক কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কিছু কিছু জায়গায় এটা ব্যবহার করা হবে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন হবে কিনা সরকার বলতে পারবে। আমাদের কাজ নির্বাচন পরিচালনা করা। রাজনৈতিক সিদ্ধান্ত নিবে সরকার।
বৃহষ্পতিবার বিকেলে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলা ২০১৮ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপস্থিত জনগণ কীভাবে ইভএম ব্যবহার করবেন তা হাতে কলমে দেখিয়ে দেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য কমিশনের চেয়ারম্যান মরতুজা আহমদ, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।