স্টাফ রিপোর্টার::
“থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবো আলোকিত” এ শ্লোগানকে সামনে রেখে দরগাপাশা ইউনিয়ন পরিষদ, কন্যাশিশু এডভোকেসি ফোরাম ও বিকশিত নারী নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাসের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশর মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ বদরুল ইসলাম, ফরিদুল ইসলাম কুটি, কন্যা শিশু এডভোকেসী ফোরামের সাধারন সম্পাদক এজাদ হোসেন চৌঃ, বিকশিত নারী নেটওয়ার্কের সাধারন সম্পাদক শামছুন্নাহার, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনাম আল আরিফ, মোঃ আব্দুল হালিম,দেবব্রত তালুকদার, ইয়ূথ লিডার শৈলেন্দ্র সূত্রধর প্রমুখ।
উপস্হিত ছিলেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম তাং,সুদিপ কুমার দাস, কলি আক্তার,নুর আহমদ বাচ্ছু, লাকী ভদ্র প্রমুখ।