স্টাফ রিপোর্টার::
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় উপলক্ষে বিএনপির নাশকতা প্রতিরোধে ঘোষণা দিয়ে বুধবার সকাল ৯টা থেকেই রাজপথে অবস্থান নেয় সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী বুধবার সকাল ৯টা থেকে ট্রাফিক পয়েন্টে অবস্থান নিয়ে রায় ঘোষণার সাথে সাথেই আনন্দ মিছিল করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানায়। আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে সভায় মিলিত হয়। মিছিলে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।
মিছিল পরবর্তী সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মখলিছ রহমান, জহির আলী খান, শিবলু আহমরদ চৌধুরী, শামীম আহমদ, তাপস প্রমুখ।
জুবের আহমদ অপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সমাবেশে হামলার মাধ্যমে মুজিব পরিবারকে নিশ্চিন্ন করতে চেয়েছিল তারেক বাবররা। তারা এই দেশে গণতন্ত্রের বদলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত করে জনগণকে জিম্মি করতে চেয়েছিল। কিন্তু আল্লার রহমতে নেত্রী বেঁচে গিয়েছেন, আর জনতা তাকে দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তিনি জাতীয় নেতা থেকে আজ বিশ্বের প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত। অন্যদিকে তারেক বাবররা বিশ্বের কাছে জঙ্গি ও সন্ত্রাসীর গডফাদার হিসেবে স্বীকৃত।
তিনি বলেন, প্রায় ১৪ বছর পর দোষীদের দণ্ডিত করে রায় ঘোষণায় দেশবাসী খুশি। আমরা অবিলম্বে ঘাতকদের রায় কার্যকর চাই।