হাওর ডেস্ক::
দেশে গড়ে প্রতিদিন ২৮ জন আত্মহত্যা করে। যাদের বেশির ভাগেরই বয়স ২১-৩০ বছরের মধ্যে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের আয়োজনে বৃহস্পতিবার আত্মহত্যাবিষয়ক খবর প্রকাশে সচেতনতা নিয়ে এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় বিশেষজ্ঞরা জানান, আত্মহত্যার নেতিবাচক খবর বা আলোচনা মানুষের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই এ ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকা জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও লেখক ডা. মুহিত কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দীন আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিসের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হাসিনা মমতাজসহ অন্যরা।