দক্ষিণ সুনামগঞ্জ ও শাল্লা প্রতিনিধি::
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে ও শাল্লায় র্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যালিী পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া,উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ তালুকদার, ইউপি সদস্য আজির উদ্দিন,শওকুতুল ইসলাম,পিআইও অফিসের অফিস সহকারী মো: ফারুক মিয়া,কার্য সহকারী হরিপদ রায়,মিটুন চক্রবর্তী,সমবায় অফিসের অফিস সহকারী নুর হোসেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রমুখ।
এদিকে একই সময়ে শাল্লা উপজেলায়- উপজেলা দুর্যোগ কমিটির আয়োজনে, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়েেক র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও অফিসের অফিস সহকারি মোঃ আসাদ আলীর সঞ্চালনায়- উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার প্রধান অতিথির বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়াা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামান চৌধুরী, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল প্রমুখ।