সাইফ উল্লাহ ::
জামালগঞ্জ সাচনা সুনামগঞ্জ সড়কে ভাড়া নির্ধারন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সভায় এ সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছে। সভায় উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গনমাধ্যম কর্মীরা, পরবিহন মালিক সমিতি, ড্রাইভার সমিতিসহ সংশ্লিষ্টরা ঐক্যমত্যে পৌছে এ সিদ্ধান্ত নেন।
সিদ্ধান্ত অনুযায়ী সাচনা সুনামগঞ্জে লেগুনা জনপ্রতি ৩৫, সিএনজি জনপ্রতি ৫০, মোটর সাইকেলে জনপ্রতি ৭৫ টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে। অপর দিকে জামালগঞ্জ সুনামগঞ্জ সড়কে লেগুনা জনপ্রতি ৬০ টাকা, সিএনজি ৮০ টাকা, মোটর সাইকেল জনপ্রতি ১৫০ টাকা, জামালগঞ্জ গজারিয়া জনপ্রতি ১০০ টাকা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, রশীদ আহমদ, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাকের চেযারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলীর চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া, সাচনা বাজার অটো রিক্রা মালিক সমিতির সভাপতি ও সম্পাদক, মটর সাইকেল সমিতির সভাপতি, সম্পাদক, সুনামগঞ্জ মালিক সমিতির প্রতিনিধি গন, জামালগঞ্জ লেগুনা, সিএনজি, মটর সাইকেল, অটোরিক্সা, রিক্সা সহ সকল সমিতির নেতৃবৃন্দ। ##