স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ৩৮৬ ম-পে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন শেষে হিন্দু ধর্মাবলম্বিরা বিজয়া দশমীতে দেবী দূর্গাকে বিসর্জন দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাক ঢোলের বাদ্যে নেচে গেয়ে দেবীকে বিদায় জানান তারা।
কঠোর নিরাপত্তার মাধ্যমে সুনামগঞ্জ শহরের রিভারভিউ ঘাটে সুরমা নদীতে বিসর্জন দেন তারা। এছাড়াও প্রতিটি উপজেলায় স্ব স্থ স্থান থেকে দেবীকে বিসর্জন দেন। বিসর্জনকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল সর্বত্র।
শুক্রবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জে বিসর্জন শুরু হয়। রাত ৯টা পর্যন্ত চলে।
প্রতিমা বিসর্জনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখতসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হিন্দু ধর্মাবলম্বিরা নির্বিঘেœ দেবীকে বিসর্জন দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।