স্টাফ রিপোর্টার:
আজ (২৫ অক্টোবর) বৃহষ্পতিবার বিকেল থেকে শুরু হচ্ছে সুনামগঞ্জের মূলধারার নীরিক্ষাধর্মী নাট্য সংগঠন প্রসেনিয়ামের তিনদিন ব্যাপী পঞ্চম নাট্য উৎসব। সুনামগঞ্জ পৌর চত্বরে অনুষ্টিত নাট্য উৎসবে সুধীজন উপস্থিত থাকবেন। পৌরসভার মুক্তমঞ্চে বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে সংস্কৃতিকর্মী ও সুধীজনদের অনুরোধ জানিয়েছেন প্রসেনিয়াম সংগঠক দেবাশীষ তালুকদার শুভ্র।
উৎসবের রঙে সুনামগঞ্জের নাট্যজন, সংস্কৃতিকর্মী ও সুধীজনদের মন রাঙ্গাতে ও বোধের জাগরণ ঘটাতে নানা আয়োজন রয়েছে প্রসেনিয়ামের। তিনদিন ব্যাপী উৎসবে ভিন্নধারার নাটক মঞ্চস্থ হবে। এ উপলক্ষে প্রসেনিয়াম নাট্যকরামীরাও বিশেষ প্রস্তুতি নিয়েছেন।
প্রসেনিয়ামের-‘নাটক আমাদের, আমরা মানুষের’ স্লোগানটি বহুল আলোচিত শিকড় নাড়া দেওয়া একটি নাট্য স্লোগান। এবারের উৎসবের প্রতিপাদ্য- আলোর ভাষা পড়তে যদি পারো/ বাজাও তবে গাঢ় অন্ধকার’ এক অর্যরকম দ্যুতনা দিচ্ছে সংস্কৃতিকর্মীদের মনে।