ভ্রাম্যমাণ প্রতিনিধি::
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির টহল দল ভারতীয় রুপীসহ এক হুন্ডি ব্যবসায়ীকে শুক্রবার বিবেল সাড়ে ৪টার দিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃ হুনিড ব্যবসায়ীর নাম আবুল কালাম (৪৮)। সে উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের লালঘাট পূর্বপাড়ার মৃত ভানু হোসেনের ছেলে।
বিজিবি ও স্থানীয় প্রতক্ষ্যদশীদের সুত্রে জনা যায়, উপজেলার ট্যাকেরঘাট বিজিবির কোম্পানী হেডকোয়ার্টারের নায়েক মো. রমজান আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল শুক্রবার বিকেলে বুরুঙ্গাছড়া গ্রামের পার্শ্ববর্তী ব্রিজের ওপর মোটর সাইকেল চালিয়ে লালঘাট যাবার পথে আবুল কালামকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে এসে তার দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা ভারতীয় ৩৬ হাজার রুপী ও ১টি মোবাইল ফোন সেটও জব্দ করে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি আবুল কালামকে ভারতীয় হুন্ডির টাকা সহ গ্রেফতারের বিষয়টি নিশ্চি করেছেন।