স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুর উপজেলায় আব্দুস ছত্তার মাস্টার ফাউন্ডেশন’র উদ্যোগে শুক্রবার আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫টি ইউনিয়নে ৫টি কেন্দ্রে ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিকের উপরে ৫ম শ্রেণির শিক্ষার্থী অংশ গ্রহন করে। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশন’র পরিচালক মোকলেছুর রহমান মাস্টার, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ফজলুল করিম সাঈদ। আরো উপস্থিত ছিলেন আলহাজ¦ এনামুল হক, রমেন্দ্র নারায়ন চক্রবর্তী প্রমুখ। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ধীরেন্দ্র কুমার দেবনাথ, সাইদুর রহমান, অঞ্জন দেবনাথ, রাজকুমার তালুকদার ও শীলা রানী তালুকদার। উল্লেখ্য যে আব্দুস ছত্তার মাস্টার ফাউন্ডেশন’র পৃষ্ঠপোষকতা করছেন বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খিরধরপুর গ্রামের প্রয়াত শিক্ষক আব্দুস ছত্তার মাস্টারের সুযোগ্য সন্তান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মেজর মাহফুজুর রহমান সবুজ।