স্টাফ রিপোর্টার::
দেশব্যাপী পরিবহন শ্রমিকদের সন্ত্রাস নৈরাজ্য ও যাত্রী হয়রানির প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ যাত্রী সংহতি। সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। তারা শ্রমিক নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের রূখে দেওয়ার আহ্বান জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
সাংবাদিক বিজন সেন রায়ের সভাপতিত্বে ও যাত্রী সংহতির মুখপাত্র শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন লেখক গবেষক সুখেন্দু সেন, মুক্তিযোদ্ধা মালেক পীর, কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, জেলা পরিষদ সদস্য ফৌজিআরা শাম্মী, ডা. মোরশেদ আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রইছুজ্জামান প্রমুখ।
এসময় মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহসভাপতি আমিনুল হক, লেখক-গবেষক ইকবাল কাগজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর দাস, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নূরুল ইসলাম বজলু, আওয়ামী লীগ নেতা শীতেশ তালুকদার মঞ্জু, সাংবাদিক খলিল রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিঙ্কু চৌধুরী, শিক্ষক আবু তাহের, এনামুল হক এনি, সাজিদুল হক সাজু, যুবলীগ নেতা পাবেল আহমদ, আতম তিমু, কৃষক নেতা আব্দুল কাইয়ুম, জেলা চাত্রলীগের সাবেক সহসভাপতি মিন্টু চৌধুরী, সহসভাপতি সুব্রত তালুকদার, সাংগঠনিক সস্পাদক ফারুক আহমদ সুজন, ছাত্রলীগ নেতা সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মখলিছ রহমান, ছাত্র নেতা মনির হুসেন দুর্জয়সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় দুই শতাধিক মানুষ মানবন্ধনে সংহতি জানিয়ে পরিবহন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বক্তারা পরিবহন ধর্মঘটের নামে সাধারণ যাত্রীর গায়ে কালিমা লেপনকারী পরিবহন সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।