স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজগঠনে শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
আলোচনাসভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দে, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, প্রভাষক ইনার উদ্দিন ফাহিম, প্রভাষক জালাল আহমদ প্রমুখ।