তারিকুল ইসলাম::
লীড ব্যাংক পদ্দতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও সেবা কমূসূচি বিষয়ে সুনামগঞ্জে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পিং অনুষ্ঠিানে জেলা শহরের স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ ২০টি তপসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। অগ্রণী ব্যাংক সুনামগঞ্জ শাখা অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেট পূবালি ব্যাংকের মহাব্যবস্থাপক বিএম শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার উপব্যবস্থাপক শামীমা নারগিস, ব্যাংকার জাভেদ আহমদ, জিয়াউল হক চৌধুরী, খন্দকার সাইফুল্লাহ, নজরুল ইসলাম মজুমদার, এমরান উল্লাহ, মশিউর রহমান, শিক্ষার্থী বোবায়ের রহমান চৌধুরী প্রমুখ।
বক্তারা স্কুল ব্যাংকিংয়ের বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করে নিরাপদ ব্যাংকিং নেটওয়ার্কে যুক্ত হওয়ার আহ্বান জানান।