স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বহুল প্রচারিত দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকাটি মিডিয়াভূক্তি লাভ করেছে। গতকাল মঙ্গলবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক(বিজ্ঞাপন ও নিরীক্ষা) কর্তৃক স্বাক্ষরিত পত্র মারফত জানানো হয়েছে। পত্রে জুলাই ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০১৮ সময়ের নিরীক্ষিত প্রচার সংখ্যা তিন হাজার কপির ভিত্তিতে মিডিয়াভূক্ত করত: এর বিজ্ঞাপন হার প্রতি কলাম ইঞ্চি ৯৭.৫০ টাকা নির্ধারন করা হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার জানান, দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকাটি বিগত ১৪ অক্টোবর ২০১৭ আনুষ্টানিক উদ্বোধনের মাধ্যমে জনকল্যাণে খবর প্রকাশ ও প্রচারিত করে আসছে এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডসহ সমস্যা ও সম্ভাবনা প্রচার করে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পত্রিকাটি মিডিয়াভুক্তির জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রনালয়, তথ্য মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ পত্রিকাটির নিয়মিত প্রকাশনা ঠিকিয়ে রাখতে সরকারী/ বেসরকারী বিজ্ঞাপন দেয়ার অনুরোধ জানিয়েছেন।