দিরাই প্রতিনিধি::
বাংলাদেশ সমাজতান্ত্রিকদল জাসদ (ইনু) গ্রুপের স্থানীয় দুটি পক্ষ আলাদাভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। একটি পক্ষ সম্প্রতি হঠাৎ করে কমিটি গঠন করায় জেলা ও নেতৃবৃন্দের সমালোচনা করে দ্রুত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।
মুক্তিযুদ্ধা আজাদ মিয়ার নেতৃত্বাধীন পক্ষ এ উপলক্ষে র্যালি করে পৃথকভাবে আলোচনাসভা করে। রেন্টিতলায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা জাসদের একাংশের সভাপতি আজাদ মিয়া ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
জাসদ অপরাংশের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে হাসপাতাল রোডের প্রিয়বালা ফার্মেসিতে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদ অন্য অংশের দিরাই উপজেলা সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক কৃষ্ণ রায়, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দিরাই পৌর কমিটির সাধারণ সম্পাদক নূর মিয়া প্রমুখ।
বক্তারা সম্প্রতি একটি উপজেলা কমিটি অনুমোদন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান।