স্টাফ রিপোর্টার::
সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা শুক্রবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকশিস’র জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক লিটন চন্দ্র সরকারের সঞ্চালনায় ও সভাপতি প্রভাষক মো.মশিউর রহমান’র সভাপতিত্বে ও স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। দেশব্যাপী ২৯৬টি কলেজ সরকারিকরণ করায় সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। সুনামগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলায় সদ্য সরকারিকরণকৃত কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দের আত্বীকৃত হওয়ার পূর্ব পর্যন্ত কলেজ তহবিল হতে পূর্বের ন্যায় কলেজ অংশের বেতন প্রদানের বিষয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয় ও শিক্ষক-কর্মচারীদের আত্বীকরনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্যে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দকে অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক ধীমান কীত্তুনীয়া, প্রভাষক সুজন কুমার সরকার, প্রভাষক অনুপম চৌধুরী, প্রভাষক মোশারফ হোসেন ইমন, প্রভাষক সবিতা বীর, প্রভাষক মো.মুজিবুর রহমান, প্রভাষক আব্দুল মোতালিব, প্রভাষক নেহারুল হক, প্রভাষক শহীদুল্লাহ, প্রভাষক শেখ এটিএম আজরফ, প্রভাষক আমিনুল ইসলাম, প্রভাষক সন্দীপন দাস, প্রভাষক শেখ আবু হাসনাত মো. মোশারফ, প্রভাষক নিখিল চন্দ্র দেবনাথ, প্রভাষক মো.রফিকুজ্জামান, প্রভাষক বীরেন্দ্র কুমার দে প্রমুখ।