স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার বিতর্কিত উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব নীরিহ ব্যবসায়ীকে অফিসে ডেকে বিনা কারণে মারধর করায় ক্ষুব্দ ব্যবসায়ী জনতা রবিবার তাহিরপুর উপজেলা সদরে ঝাড়ু মিছিল করে কার্যালয়ের সামনে প্রতিবাদ করেছিলেন। তারা এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ ও শাস্তি দাবি করেন। জনরোষের মুখে ইএনও পরে ব্যবসায়ীর কাছে প্রকাশ্য ক্ষমাও চেয়েছিলেন পুলিশ ও মধ্যস্ততাকারীরা জানিয়েছিলেন। ইএনওর বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জনতা এঘনায় নিন্দা ও প্রতিবাদ জানান। বিষয়টি তাহিরপুরে টক অব দ্যা টাউন ছিল।
এ ঘটনায় ক্ষু্ব্দ হয়ে ইউএনও পুলিশকে দিয়ে রবিবার রাতে প্রতিবাদী ১৭জন নীরিহ জনতাকে গ্রেফতার করিয়েছেন। আজ সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে প্রতিবাদকারী জনতাকে গ্রেফতার করায় এলাকাবাসী ক্ষুব্দ হয়ে ওঠেছেন। যে কোন সময় অপ্রীতবকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন গতকাল স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্যদের নিয়ে বিষয়টি নিষ্পত্তি হয়েছিল। পরে এ ঘটনায় ইউএনও মহোদয় মামলা করার কথা বলে প্রতিবাদকারীদের গ্রেফতারের কথা বলেন। আজ সকালে মামলার কাগজ দেওয়ার কথা।