স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্য বিএনপি নেতা ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ ছাত্তারের সমর্থনে সাত দফা দাবিতে লিফলেট বিতরণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈমের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লিফলেট বিতরণ করে ভোটারদের সহযোগিতা কামনা করেন। নেতাকর্মীরা বুধবার সকালে জগন্নাথপুর রাস্তার প্রবেশ মুখ, সিচনী পয়েন্ট, মিনাবাজার আক্তাপাড়া, দরগাপাশা পয়েন্ট, ছয়হার পয়েন্ট, মৌগাও পয়েন্ট, ভমভমি পয়েন্ট, বাংলাবাজারসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ করেন।
এসময় অন্যান্যের মধ্যে ছিলেন, জেলা যুবদলের সদস্য সিতু মিয়া, জেলা ছাত্রদল নেতা তালুকদার মঈনুল হাসান, এ এইচ মিলন, এইচএম নাসির, উপজেলা ছাত্রদল নেতা ফয়সল আহমদ অনিক, এহিয়া পারভেজ, লোকমান হোসেন, সাগর, উপজেলা যুবদল নেতা শ্যামল চৌধুরী, আমজদ মিয়া, ছালেক মিয়া, ছায়াদুল হক, সাবুল মিয়া, ফয়জুল করিম, জান্নাত ইসলাম, একছার মিয়া, সনজিত খান প্রমুখ।