স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপনির্বাচনে জয়ী সাবেক এমপি মতিউর রহমান। শুক্রবার তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার জন্ম এলাকা সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন সংগ্রহ করেছন। দুটি আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করায় রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। শেষ পর্যন্ত তিনি কোন আসনে জোড় দিবেন এই নিয়ে জানতে আগ্রহী নেতাকর্মীরা।
জানা গেছে আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান শুক্রবার তার বলয়ের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ অফিসে যান। নানা চিন্তা ভাবনা করে তিনি শেষ পর্যন্ত সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মতিউর রহমান বলেন, আমার সমর্থকরা দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা দুটি আসনের যে কোন একটিতেই আমাকে চান।