স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৮নভেম্বর) গণভবনে এক সভায় বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে স্বাগত জানিয়ে তাহিরপুর উপজেলায় কর্মরত সকল শিক্ষকগন আনন্দ মিছিল করেছেণ। শনিবার (১০,১১,১৮) দুপুরে তাহিরপুর উপজেলায় কর্মরত সকল শিক্ষকগন উপজেলা আব্দুর জহুর চত্তর থেকে একটি আনন্দ মিছিল বের করে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে মিলিত হয়। এসময় তারা একে অপরকে মিষ্টি খাওয়ায় ও সকলের মধ্যে মিষ্টি বিতরন করেন। এ সময় প্রধান মন্ত্রীর র্দীঘায়ু কামনা করে বক্তব্য রাখেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার,দক্ষিনকুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান,বড়দল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী লাইব্রেরীয়ান সোহেল আহমদ সাজু,শিক্ষক আনার আহমদ,পূনির্মা,রিক্তা,জজ মিয়া প্রমুখ। এদিকে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে দুপুরে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিল টি বাদাঘাট বাজারের সড়ক প্রদক্ষিন করে মধ্য বাজারে মিলিত হয়। এসময় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু সহ অন্যান্য শিক্ষকগন বক্তব্য রাখেন।