স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সুরমা নদীতে অবৈধভাবে ড্রেজিং করে মাটি উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ ও ৫ জনকে আটক করে তাদেরকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড নুসরাত জাহান শশী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটকৃত ৫ জনকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সুরমা নদীর ব্রাম্মণগাও চরে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছিল কিছু লোক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছে একটি ড্রেজার মেশিন জব্দ করে। এসময় ড্রেজার মেশিনের শ্রমিক নিকলি উপজেলার দামপাড়া গ্রামের মো. রায়হান, একই গ্রামের অপু, তুষার ও শরিফ এবং বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের রেনু মিয়াকে আটক করা হয়। তাদের মেশিনটি জব্দ করে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় মেশিনের মালিকের বিষয়ে জানতে চাইলে শ্রমিকরা জানান, মেশিনটি জনৈক শামসুল আবেদীন নামের এক ব্যক্তি নিয়ে এসেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আল আমিন সরকার বলেন, অভিযানে একটি ড্রেজার মেশিন জব্দসহ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেশিনের মালিকের বিষয়ে জানতে চাইলে শ্রমিকরা জনৈক শামসুল আবেদনীন নামক এক ব্যক্তির কথা বলেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল, এসআই বাবুল, সার্ভেয়ার আতিকুর রহমান প্রমুখ।