স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরের চাড়াগাও সীমান্ত থেকে সোমবার সন্ধ্যায় ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি বৃদ্ধকে মঙ্গলবার পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। নয়ন মিয়া (৫৫) নামের বাংলাদেশি ওই ব্যক্তিকে বাগলি বিজিবি ক্যাম্পের কমান্ডার ইলিয়াস আলীর কাছে হস্থান্তর করা হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা গেছে, চারাগা গ্রামের মোহর আলীর পুত্র নয়ন মিয়াকে ভারতীয় বিএসএফ বাহিনী সোমবার সন্ধ্যায় ধরে নিয়ে যাওয়ার পর তার স্বজনরা স্থানীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করেন। মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে এ নিয়ে ভারতীয় বিএসএফ বাহিনীকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে মঙ্গলবার দুপুরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে চারাগাও আর্ন্তজাতিক সীমানা রেখায় পতাকা বৈঠক অনুষ্টিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশী নাগরিক নয়ন মিয়াকে বাগলী বিজিবি কম্পানী কমান্ডার ইলিয়াস আলীর কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও সীমান্তের আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পতাকে বৈঠকে বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাগলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস আলী। ভারতের বিএসএফ’র পক্ষে নেতৃত্বে দেন ভারতীয় বাগলী বিএসএফ’র কম্পানী কমান্ডার ইন্সপেক্টর করমসান।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ (পিএস সি) জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি ব্যক্তিকে ফিরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য গত সোমবার সন্ধায় সাড়ে ৬টায় চাড়াগাও গ্রামের মেহের আলীর ছেলে নয়ন মিয়া (৫৫) পাহাড়ী ছড়া দিয়ে ভেসে আসা পাথর ও লাকড়ী কুড়ানোর সময় বিএসএফর হাতে আটক হন।