স্টাফ রিপোর্টার::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তৃতীয় বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সজীব রঞ্জন দাশ। গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীীর কার্যালয় থেকে পাঠানো ‘ভিজনেস ডেলিগেশন’ তালিকায় ১২ নম্বরে রয়েছে সজীব রঞ্জন দাশের নাম। এই তালিকায় প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসেবে ৪০জন সদস্য আমেরিকা যাবেন। তাদের নাম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য এর আগেও ২০১৪ সনে এবং ২০১৫ সনেও জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন সজীব রঞ্জন দাশ। সজীব রঞ্জন দাশের পাশাপাশি সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট খায়রুল হুদা চপলও প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন।
প্রসঙ্গত আগামী ১৮-২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তারাষ্ট্রে সরকারি সফরে অবস্থান করবেন। মন্ত্রী, সচিব, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন। একজন শীর্ষ ব্যবসায়ী হিসেবে সজীব রঞ্জন দাশ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মনোনীত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আমেরিকা সফরসঙ্গী হিসেবে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ব্যবসায়ী বৃন্দ।