রাজন চন্দ::তাহিরপুর
সুনামগঞ্জ-১ আসনের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে পরিবর্তন করে মাঠ পর্যায়ের যে কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট ইমেইল করেছেন ৯ মনোনয়ন প্রত্যাশী ও দলীয় ৪ নেতা।
গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে উপস্থিত ৮ মনোনয়ন প্রত্যাশী ও দলীয় ৪ নেতা স্বাক্ষরিত একটি পত্রে এ আবেদন জানান তারা।
লিখিত পত্রে বলা হয়েছে, সুনামগঞ্জ-১ আসনের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন তার অপকর্মের কারনে তৃনমুলের সকল নেতাকর্মীও কাছ থেকে বিচ্ছিন্ন। গত ১০ বছরে এমপি রতন জামায়াত বিএনপিকে লারন পালন করে তৃনমুল আওয়ামীলীগকে দুর্বল করেছে।গত ইউপি ও উপজেলা নির্বাচনে এমপি রতন প্রত্যেক্ষ বিরোধীতা করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের পরাজিত করেছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যাবহারের কারনে রতনকে দিয়ে কোনভাবেই আসন্ন নির্বাচন মোকাবেলা করা যাবে না।
তাই এমপি রতনকে পরিবর্তন করে মাঠ পার্যায়ের যে কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা ।
লিখিত পত্রে স্বাক্ষরকারি নেতৃবৃন্দরা হলেন, সাবেক এমপি সৈয়দ রফিকুল হক সুহেল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট আব্দুল করিম, সাবেক যুগ্ম সচিব, নির্বাচন পরিচালনা কমটির টিম সদস্য বিনয় ভুষন তালুকদার, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, কৃষক লীগের কেন্দ্রীয় মানব সম্পদ সম্পদ এডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ড. রফিকুল ইসলাম তালুকদার, জেলা আওয়ামীলীগ নেতা রফিকুল হাসান চৌধুরী , ছাতনেতা শক্তিপদ রায়, জেলা আওয়ামী সদস্য ও ধর্মপাশা আওয়ামী সহ সভাপতি আলমগীর কবীর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য অমল কর, জেলা আওয়ামী লীগ সদস্য নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য শামীম আখঞ্জী প্রমুখ।
জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হায়দার চোধুরী লিটন ও মনোনয়ন প্রত্যাশী এই সভায় উপস্থিত না থেকেও উক্ত দাবীতে একমত পোষন করেন।