স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাচালানীদের হামলায় এমপির গাড়ি চালাকসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রহিম উদ্দিন (৫০)কে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সুনামগঞ্জ ১ আসনের এমপির গাড়ি চালক জামাল উদ্দিন (৩৮) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনার প্রেক্ষিতে আজ ২৩.১১.১৮ইং শুক্রবার বিকাল ৪টায় চোরাচালানী আকলাক হোসেন (৩২) ও দিলু হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
চোরাচালানের প্রতিবাদ করায় রাতে এমপির গাড়ি চালক জামাল উদ্দিন তার ভাই রহিম উদ্দিনকে রক্ষা করতে গেলে তাকে ও কুপিয়ে গুরুতর জখম করে চোরাচালানিরা। এসময় এলাকার নিরীহ লোকজনও চোরাচালানীদের হামলার শিকার হয়ে আহত হন।
চোরাচালানীদের হামলার ঘটনার প্রেক্ষিতে এমপির গাড়ি চালক জামাল উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে ২জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরকে ও গ্রেফতারের চেষ্টা চলছে।