দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলের নিজ বাড়িতে বাউল সম্রাট শাহ আব্দুল করিম জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় এর উদ্বোধন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খালীকুজ্জামান।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) টেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এতে বক্তব্য রাখেন সাবেক মুখ্যসচিব ও ব্যবস্থাপনা পরিচালক পিকেএসএফ মো. আব্দুল করিম, রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক জুবায়দা বেগম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল আলম, পিকেএসএফ এর সাধারণ পরিষদ সদস্য প্রফেসর শফি আহমদ, বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, ইউরোপ-বাংলা চেম্বার অব কমার্স এর পরিচালক শফিকুল ইসলাম, তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, টিএমএসএস এর ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার জলি বেগম।
অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস এর পরিচালক রেজাউল করিম। উল্লেখ্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও টেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর অর্থায়নে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘরটি নির্মাণ করা হয়েছে।