জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের নতুন চেয়ারম্যান দায়িত্ব বুঝে নিয়েছেন। বুধবার সকালে ইউনিয়নের লক্ষীপুর বাজারে ফেনারবাক ইউনিয়ন পরিষদের সদস্য গণ দায়িত্ব গ্রহণ করেন। উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন ফেনারবাক ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান। ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেফাউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, সিনিয়র সাংবাদিক ও ইউসি সাইফ উল্লাহ, বাদল কৃঞ্চ দাস, দিল আহমেদ, লক্ষী পুর টি.ডি মাদ্রাসার প্রধান শিক্ষক মিছবাহুর রহমান, ইউপি সদস্যা ফয়জুন নাহার অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, দীপক তালুকদার, মোশারফ হোসেন, আসাদ আলী, আলী আহমেদ, ইয়াছিন আলী, কেএম আব্দুর রহিম, মিল্টন সরকার, ইউপি সদস্যা সেজু আক্তার, আক্তার বানু, নুরে জান্নাত লিপি এছাড়া এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও এনজিও প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য ঐক্য বদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান। সভা শেষে করুনা সিন্ধু তালুকদার বাল্য বিবাহ দেবনা নিব না বলে শপথ বাক্য পাঠ করান।