দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে। উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে র্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলার বিভিন্ন সমবায় সংগঠন ও সমবায়ীদের অংশগ্রহনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্নাঢ্য সমবায়ী র্যালী বের করা হয়। র্যালী পরবর্তীতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা গনমিলনায়তন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। উপজেলা সহ-কারি সমবায় কর্মকর্তা শিমুল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহল আমিন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য জিয়াউর রহমান লিটন, সোমা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শাহার উদ্দিন, দিগন্ত কৃষি সমবায় সমিতির সভাপতি হুসনা আলী, রংধনু কৃষি সমবায় সমিতির আলী আহমদ খানসহ বিভিন্ন সংগঠনের সমবায়ীবৃন্দ ।