স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের প্রায় ৩০টি ঈদের পশুর হাটে এখনো ক্রেতা-বিক্রেতাদের আশানুরূপ উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও বাজার জমে না ওঠায় ইজারাদাররা শঙ্কায় রয়েছেন। পাইকাররা ঈদের পশু নিয়ে না আসায় ক্রেতারাও আছেন দুশ্চিন্তায়।
গত বুধবার সুনামগঞ্জ পৌরসভার অধীন মল্লিকপুর কোরবানির পশুর হাট জমে ওঠেনি এখনও। ওই পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। পশুও কম উঠেছে হাটে। সংশ্লিষ্টরা জানান, বাইরের পাইকাররা পশু নিয়ে বাজারে না আসায়কোরবানীর পশুর হাট জমছেনা।
মল্লিকপুর পশুর হাটে কোরবানীর পশু কিনতে আসা ক্রেতা সোহেল বলেন, হাটে পশু কম উঠেছে। চাহিদামত গরু কিনতে সমস্যা হচ্ছে। পাইকারদের দেখা নেই। যা এসেছে স্থানীয় গৃহস্তের গরু।
হাটের ইজারাদার পল বলেন, যে টাকা দিয়ে হাটের ইজারা এনেছি। মনে হচ্ছে লোকসান গুনতে হবে। তার কারণ এবার অস্থায়ীভাবে বেশি সংখ্যক পশুর হাটের অনুমতি দেয়া হয়েছে। গরু ব্যবসায়ীরাও কম আসছেন।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, উপজেলা পরিষদে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি এবং সর্বসম্মতিক্রামে অস্থায়ী হাটের সংখ্যা বাড়ানো হয়েছে। আর হাটে নির্ধারিত হাসিলের চেয়ে বেশি আদায় করতে পারবে না ইজাদার।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে স্থায়ী বাজারের সঙ্গে আরো ২১টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়ছে।