হাবিবুর রহমান হাবিব, শাল্লা::
২৭ নভেম্বর মঙ্গলবার শাল্লা সরকারি ডিগ্রি কলেজে ১ম বর্ষের ষান্মাসিক পরিক্ষা চলছিল, একজন শিক্ষার্থী পরিক্ষা দিয়ে বাসায় ফিরে দেখে তার গলার স্বর্ণের চেইনটি নেই। তাৎক্ষণিকভাবে তার বাবা মা কে জানালে ঐ শিক্ষার্থীর বাবা কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুস শহীদ কে বিষয়টি অবগত করেন। শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের আঙ্গারুয়া গ্রামের যুবক বিবেকানন্দ দাশ বিবেক সে দীর্ঘ দিন ধরে উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ার গাঁও বাজারে স্বর্ণ অলংকার নির্মাতা হিসেবে কর্মরত ঐ দিন সে কলেজের সামনে দিয়ে আসছিল কলেজের গেইটের সামনে চেইনটি পরে থাকতে দেখে এবং সেটা তুলে নিয়ে কলেজে কর্তৃপক্ষের নিকট জমা দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ এ শিক্ষার্থীর বাবা কে বিষয়টি জানান। তারপর ২৮ নভেম্বর বুধবারে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শিক্ষার্থীর বাবার হাতে চেইন তুলে দেয়া হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেকের সততায় মুগ্ধ হয়ে তাকে খুশি হয়ে পুরস্কার প্রদান করেন।
এ সময় শাল্লা সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুস শহীদ, সহকারী অধ্যাপক বিজন কান্তি রায়, প্রভাষক মোঃ এনামুল হক, রূপ চাঁন দাস, মোঃ আল-আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালী পদ রায় ও কলেজ কর্তৃপক্ষের প্রমূখ সুধীজন উপস্থিত ছিলেন।